fbpx

Career Track Workshop – ক্যারিয়ার ট্র্যাক ওয়ার্কশপ

Career Track Workshop

ক্যারিয়ার ট্র্যাক ওয়ার্কশপ

বিশ্ববিদ্যালয় পড়ুয়া অনেক ছাত্রছাত্রী চার বছরের শিক্ষাজীবন শেষ করেও তাদের ক্যারিয়ার বিষয়ে সু-স্পষ্ট একটি ধারণা কিংবা তার প্রস্তুতি থাকেনা। যার ফলশ্রুতিতে বেশিরভাগ ছাত্রছাত্রীর ক্ষেত্রেই দেখা যায় তারা শিক্ষাজীবন শেষে হতাশাগ্রস্থ হয়ে পড়ে। সত্যিকার অর্থে এই হতাশা কখনই হবার কথা নয়। তাই বিশ্ববিদ্যালয়ের নতুন মুখগুলোকে যেন পডালেখার শেষে এমন হতাশায় ডুব দিতে না হয় সে জন্যেই আমাদের এই ব্যতিক্রমী আয়োজন, ক্যারিয়ার ট্র্যাক ওয়ার্কশপ।

কেন করবেন এই সিরিজের ওয়ার্কশপগুলো ?

এই ওয়ার্কশপ গুলোতে বিশ্ববিদ্যালয় পডুয়া ছাত্রছাত্রীদের জন্যে আলাদা আলাদা ক্যারিয়ার ট্র্যাকের উপর ওয়ার্কশপ থাকবে। যেখানে নির্ধারিত ক্যারিয়ার ট্র্যাকের উপর ফাউন্ডেশন পর্যায়ের কাজ প্রজেক্ট আকারে শেখানো হবে এবং থাকবে একটি সঠিক ক্যারিয়ার নির্দেশনা।
 
দীর্ঘমেয়াদী এবং ব্যয় সাপেক্ষ প্রফেশনাল কোর্সে ভর্তির আগে আমাদের ক্যারিয়ার ট্র্যাক ওয়ার্কশপ হতে পারে আপনার জন্যে সেরা একটি সুযোগ। যা নিঃসন্দেহে আপনাকে প্রফেশনাল কোর্সের ছেয়ে অনেক কম খরচে এবং স্বল্প সময়ে আপনার ক্যারিয়ায়র ট্র্যাক নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।